Menu

চাঁপাইনবাবগঞ্জে পিটিআই’র পুরস্কার বিতরণ

 

কানসাট নিউজ ২৪ ডট কম:
চাঁপাইনবাবগঞ্জে ডিপিএড ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এবং আন্তঃপিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)’র আয়োজনে পিটিআই’র মিলনায়তনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

পিটিআই’র সুপারিনডেন্ট এম.এইচ.এম রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের। পিটিআই’র ইন্সট্রকার (সাধারণ) মো. কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিটিআই’র সহ-সুপার মো. হুমায়ন কবীরসহ অন্যরা।

এসময় উপস্থিত ছিলেন পিটিআই’র শিক্ষক, প্রশিক্ষণার্থী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১’শ টি ইভেন্টের প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

No comments

Leave a Reply