Menu

চাঁপাইনবাবগঞ্জে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন : পরিদর্শন করলেন ডিসি

 

কানসাট নিউজ ২৪ ডট কম:
শিক্ষা জীবন থেকেই শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রের চর্চা ও মনোভাব সৃষ্টির লক্ষে মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সারাদেশের মত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়সহ জেলার অন্যান্য মাধ্যমিক প্রতিষ্ঠানে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় দুপুর ২টায়। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে অন্যান্য নির্বাচনের মতই নিয়ম মেনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। সকালে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন নির্বাচনী বুথ পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৌফিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল দপ্তরের ইঞ্জিয়ার মো. সাইদুর রহমান, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহ্মদসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকগণ। স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসের জন্য ১জন করে প্রতিনিধি এবং অন্যান্য যে কোন ক্লাস থেকে আরও ৩জন প্রতিনিধি সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে মোট ৮জন প্রতিনিধি। নির্বাচিত প্রতিনিধিরা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নে সহযোগিতা করবে।

জেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী প্রায় ১ লক্ষ ৯০ হাজার বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল লতিব।

No comments

Leave a Reply